Gill Ishan photo

26 December 2023

গিলের সঙ্গে ঈশানের ব্রোম্যান্স! দেখুন ভিডিয়ো

Credit - X

TV9 Bangla

image
shape
ভারতীয় ক্রিকেটে মহলে শুভমন গিল ও ঈশান কিষাণের বন্ধুত্ব বেশ জনপ্রিয়। খুনসুটিতে ড্রেসিংরুম মাতিয়ে রাখেন তাঁরা।

ভারতীয় ক্রিকেটে মহলে শুভমন গিল ও ঈশান কিষাণের বন্ধুত্ব বেশ জনপ্রিয়। খুনসুটিতে ড্রেসিংরুম মাতিয়ে রাখেন তাঁরা।

ইয়ার্কি-ঠাট্টা চলে সবসময়ই। সংক্ষেপে বলতে গেলে এক আত্মা, এক প্রাণ তাঁরা। একে অপরের জামা ভাগ করে পরেনও তাঁরা।

ইয়ার্কি-ঠাট্টা চলে সবসময়ই। সংক্ষেপে বলতে গেলে এক আত্মা, এক প্রাণ তাঁরা। একে অপরের জামা ভাগ করে পরেনও তাঁরা।

ঠিক যেমন বন্ধুবান্ধবদের মধ্যে হয় আর কি। দুই পরম বন্ধুর মতোই ভারতীয় দল আলো করে রয়েছে গিল ও ঈশান।

ঠিক যেমন বন্ধুবান্ধবদের মধ্যে হয় আর কি। দুই পরম বন্ধুর মতোই ভারতীয় দল আলো করে রয়েছে গিল ও ঈশান।

শুরু থেকেই এক দলে খেলে আসছেন তাঁরা। বলা চলে, ক্রিকেটে একসঙ্গেই বেড়ে ওঠা তাঁদের।

বেশিরভাগ সফরেই এক রুমে থাকেন তাঁরা। একসঙ্গে চলে মজা। তাঁর ঘরে রাতে কখন ঢুকে গিল ঘুমিয়ে পড়েন তাও টেড় পান না ঈশান।

সম্প্রতি অমিতাভ বচ্চনের শো কউন বানেগা ক্রোড়পাতিতে গিয়ে গিলের সঙ্গে বন্ধুত্বতের কথা নিজের মুখেই বলেন ঈশান।

বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় দল। সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্ট খেলছে টিম ইন্ডিয়া

টেস্ট দলে জায়গা পেয়েছিলেন ভারতের তরুণ ওপেনার ঈশান। তবে মানসিক সমস্যা দেখিয়ে দল থেকে নাম তুলে নেন ঈশান। ফিরে আসেন দেশে।