সদ্য পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা এবং জনপ্রিয় ক্রীড়া সঞ্চালক সঞ্জনা গণেশন। বুমরা-সঞ্জনার ছেলের নাম রাখা হয়েছে অঙ্গদ জসপ্রীত বুমরা।
৪ সেপ্টেম্বর বুমরা ও সঞ্জনা জীবনে এসেছে ফুটফুটে অঙ্গদ। দু'জনে নিজের কেরিয়ারে চূড়ান্ত সফল। এ বার অভিভাবকের ভূমিকা পালন করতে হবে বুমরা দম্পতিকে
জসপ্রীত ও সঞ্জনার প্রেমকাহিনী বেশ রোম্যান্টিক। তাঁদের লাভস্টোরি বলিউডি সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। ক্রিকেটার ও সঞ্চালকের প্রেমকাহিনীতে ছবি তৈরি হওয়ার যাবতীয় মালমশলা মজুত
জস্সি-সঞ্জুর প্রেম শুরু হল কীভাবে? ক্রীড়া সঞ্চালক সঞ্জনার সঙ্গে বুমরার সাক্ষাৎ হওয়াটা আশ্চর্যের নয়। মজার বিষয় হল, প্রথমদিকে একে অপরকে অহংঙ্কারী ভাবতেন তাঁরা
সেই ভাবনা বদলে গেল প্রেমে। ঘৃণা দিয়ে যে সম্পর্ক শুরু হয়েছিল পরে তাঁরাই একে অপরের সঙ্গে সারাজীবন থাকার অঙ্গীকার করেন। ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন জসপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশন
বিসিসিআইয়ের একটি অনুষ্ঠানে প্রথমবার জসপ্রীত বুমরার সাক্ষাৎকার নেন সঞ্জনা গণেশন। শোনা যায়, সেই সাক্ষাৎকারের পর থেকে মন দেওয়া নেওয়া শুরু হয় সঞ্জনা ও জসপ্রীতের
২০১৯ সালের বিশ্বকাপের সময় বুমরা ও সঞ্জনা একে অপরকে আরও ভালোভাবে চেনার সুযোগ পান। বিশ্বকাপের মঞ্চে প্রেমের ফুল ফোটে বুমরা-সঞ্জনার হৃদয়ে
স্পোর্টস প্রেজেন্টার হওয়ার সুবাদে ক্রিকেটটা খুব ভালো বোঝেন সঞ্জনা। তাই ক্রিকেটার স্বামীর সঙ্গে তাঁর সমীকরণ বেশ ভালো। খারাপ সময়ে সঞ্জনা বুমরার শক্তি