আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে অর্জিত রেটিং পয়েন্টের দিক থেকে রবিচন্দ্রন অশ্বিনকে ছাপিয়ে গিয়েছেন জসপ্রীত বুমরা।
এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে অশ্বিন আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় ৯০৪ রেটিং পয়েন্ট পেয়েছিলেন। যা তাঁকে ভারতীয় বোলারদের মধ্যে এই তালিকায় শীর্ষে পৌঁছেছিল।
জসপ্রীত বুমরা এ বার ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় সর্বাধিক পয়েন্ট পাওয়া ভারতীয় বোলারের তকমা পেলেন।