1st January, 2025

ICC-তে 'ভারতের' শিখরে জসপ্রীত বুমরা

Credit - PTI

TV9 Bangla

ভারত চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ২-১ পিছিয়ে রয়েছে। বাকি শুধু সিডনি টেস্ট। তার আগে আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে জ্বলজ্বল করছেন জসপ্রীত বুমরা।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পেসার বুমরার রাজ দেখা যাচ্ছে। এ বারের বর্ডার গাভাসকর ট্রফিতে ৪টি টেস্টে এখনও অবধি ৩০টি উইকেট নিয়েছেন বুমরা।

প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ বারের বর্ডার গাভাসকর ট্রফিতে ১৪১.২ ওভার বল করে ৩৮টি মেডেন-সহ জসপ্রীত বুমরার গড় ১২.৮৩।

সিডনি টেস্টে ৬টি উইকেট নিলেই এক রেকর্ড গড়বেন জসপ্রীত বুমরা। এক টেস্ট সিরিজে ভারতীয় বোলার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়বেন তিনি।

বর্ডার গাভাসকর ট্রফির ৪টি টেস্টের পর ভারতীয় তারকা বোলার জসপ্রীত বুমরার আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় অর্জিত রেটিং পয়েন্ট ৯০৭।

আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে অর্জিত রেটিং পয়েন্টের দিক থেকে রবিচন্দ্রন অশ্বিনকে ছাপিয়ে গিয়েছেন জসপ্রীত বুমরা।

এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে অশ্বিন আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় ৯০৪ রেটিং পয়েন্ট পেয়েছিলেন। যা তাঁকে ভারতীয় বোলারদের মধ্যে এই তালিকায় শীর্ষে পৌঁছেছিল।

জসপ্রীত বুমরা এ বার ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় সর্বাধিক পয়েন্ট পাওয়া ভারতীয় বোলারের তকমা পেলেন।