হরভজনকে খেলা শেখাচ্ছেন কপিল দেব
04 December 2023
ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল দেবের গলফের প্রতি ভালোবাসা কারও অজানা নয়। সময় সুযোগ পেলেই তিনি গলফ কোর্টে চলে যান।
নিজে যেহেতু গলফ খেলতে ভালোবাসেন, তাই কপিল দেবকে দেখা গিয়েছে ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটারকেও গলফ শেখাতে।
ভারতের তারকা অফস্পিনার হরভজন সিং ইন্সটাগ্রামে তাঁর ও কপিল দেবের গলফ খেলার কয়েকটি ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন।
ভাজ্জির শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, গলফ কোর্টে দাঁড়িয়ে হরভজনকে পরামর্শ দিচ্ছেন ৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব।
হরভজন সিংয়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, শেষে তিনি কপিল দেবের পা ছুঁয়ে কিছু বলছেন। সঙ্গে সঙ্গে হাত দিয়ে ভাজ্জিকে সরিয়ে দেন কপিল দেব।
ভারতের মাটিতে কয়েকদিন আগে শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে ধারাভাষ্য দিয়েছিলেন হরভজন সিং। এখন তিনি ফুরফুরে মেজাজে রয়েছেন।
কয়েকদিন আগে বৈষ্ণোদেবী মন্দির দর্শনে গিয়েছিলেন ভারতীয় প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং। ইন্সটাগ্রামে সেই ছবিও শেয়ার করেছেন ভাজ্জি।
সোশ্যাল মিডিয়ায় হরভজন সিং বেশ অ্যাক্টিভ। ইন্সটাগ্রামে পোস্ট করার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও বিভিন্ন বিষয় নিয়ে বলেন ভাজ্জি।
খেলার আরও ওয়েব স্টোরি দেখুন