06 January 2024
জীবনের ক্রিজে
হরিয়ানা হ্যারিকেন
৬৫ নট আউট...
Credit -
X
TV9 Bangla
ভারতকে প্রথম বার ওডিআই বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব। তাঁর নেতৃত্বে ১৯৮৩ সালে দেশে প্রথম বার বিশ্বকাপ ট্রফি এসেছিল।
১৯৫৯ সালের ৬ জানুয়ারি চন্ডীগড়ে জন্মগ্রহণ করেছিলেন কপিল দেব। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার তিনি।
ভারতীয় দলকে প্রথম বার একদিনের বিশ্বকাপে জেতানো অধিনায়ক কপিল দেবের আজ জন্মদিন। ৬৫ তে পা দিলেন হরিয়ানা হ্যারিকেন।
ব্যাটে-বলে তাঁর দাপট এবং নেতৃত্ব দেওয়ার দারুণ ক্ষমতার অধিকারী ছিলেন কপিল দেব। প্রজন্মের পর প্রজন্ম তাঁর থেকে অনুপ্রাণিত হয়েছে।
কপিল দেবের ৬৫তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢল বয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব কেরিয়ারজুড়ে মোট ৩৬৫টি আন্তর্জাতিক ম্যাচে ৯০৩১ রান করেছিলেন। নিয়েছিলেন ৬৮৭টি উইকেটও।
কেরিয়ারের শুরু থেকেই বেশ দাপট ছিল কপিল দেবের। ডাকাবুকো কপিল দেব মাঠে ও মাঠের বাইরে কাউকে পরোয়া করতেন না।
কপিলের এক গল্প বিখ্যাত। ১৯৮৬ সালে সেই সময়কার ডন দাউদ ইব্রাহিমকে ঘাড় ধাক্কা দিয়ে ভারতের ড্রেসিংরুম থেকে বের করে দিয়েছিলেন কপিল দেব।
খেলার আরও ওয়েব স্টোরি দেখুন