22  December 2023

ধোনির রেকর্ডে ১৪ বছর পর ভাগ বসালেন রাহুল

Credit - X

TV9 Bangla

ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন কেএল রাহুল পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে এক রেকর্ড গড়েছেন। 

১৪ বছর পর ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির এক রেকর্ডে ভাগ বসিয়েছেন দেশের উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল। 

এক ক্যালেন্ডার বছরে ভারতীয় উইকেটকিপার হিসেবে ওডিআইতে ১০০০ রান পূর্ণ করলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার রাহুল।

ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুলের আগে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির ঝুলিতেই একমাত্র ছিল এই রেকর্ড। 

প্রোটিয়া সফরে গিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে পার্লে ৩৫ বলে মাত্র ২১ রান করেছিলেন লোকেশ রাহুল।

মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে লোকেশ রাহুল এক ক্যালেন্ডার বছরে ওডিআইতে ১ হাজার রানের রেকর্ড গড়লেন।

ধোনির পর ২০২১ সালে ঋষভ পন্থ আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটকিপার ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে ১ হাজারের বেশি রান করেছিলেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং করেননি রাহুল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে করেছেন ৫৬ ও ২১ রান।