27 December 2023

সেঞ্চুরিয়নে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে কেএল রাহুল

Credit - PTI

TV9 Bangla

সেঞ্চুরিয়নে টিম ইন্ডিয়ার ক্রাইসিসম্যান হয়ে উঠলেন লোকেশ রাহুল। প্রোটিয়াদের গড়ে সেঞ্চুরি হাঁকিয়ে রাহুল গড়েছেন কয়েকটি রেকর্ড।

সেঞ্চুরিয়নে চলছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন শতরান পূর্ণ করেন কেএল রাহুল।

লোকেশ রাহুল হয়েছেন তৃতীয় ভারতীয় ব্যাটার, যিনি টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একবারের বেশি সেঞ্চুরি করেছেন। 

 সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু'বার টেস্টে শতরান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন লোকেশ রাহুল।

টেস্ট ক্রিকেটে এই নিয়ে অষ্টম বার শতরান এল লোকেশ রাহুলের ব্যাটে। এই ফর্ম্যাটে তাঁর ১৩টি অর্ধশতরান রয়েছে।

বক্সিং ডে টেস্টে আগেও জ্বলে উঠেছে রাহুলের ব্যাট। ২০২১ সালে তিনি সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিরুদ্ধে ১২৩ রান করেছিলেন।

এ বারের প্রোটিয়া সফর রাহুলের জন্য বিশেষ। লোকেশ রাহুল হলেন ভারতের দ্বিতীয় উইকেট কিপার ব্যাটার, যিনি SENA দেশে টেস্ট ক্রিকেটে শতরান করেছেন।

বিদেশের মাটিতে তিন ফর্ম্যাটে ৫০-এর বেশি রান করা তৃতীয় ভারতীয় উইকেটকিপার ব্যাটার হলেন লোকেশ রাহুল। তাঁর আগে মহেন্দ্র সিং ধোনি ও ঋষভ পন্থ এই রেকর্ড গড়েছিলেন।