18 December 2023
বিরাট-শুভমন-ঈশান... সকলের 'লাকি চার্ম' রাহুল!
Credit -
X
TV9 Bangla
সম্প্রতি কেএল রাহুলকে বলা হচ্ছে ভারতের 'লাকি' অধিনায়ক। আসলে লোকেশ রাহুলের নেতৃত্বে টানা ১০টি ম্যাচ জিতেছে ভারত।
শুধু তাই নয়, ভারতের উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল টিম ইন্ডিয়ার একাধিক ক্রিকেটারের জন্যও 'লাকি' প্রমাণিত হয়েছেন।
ভারতের অধিনায়ক হিসেবে এখনও অবধি ১৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুল। শুরুতে তাঁর ক্যাপ্টেন্সিতে টানা ৪ ম্যাচ হেরেছিল টিম ইন্ডিয়া।
২০২২ সালের এশিয়া কাপে বিরাট কোহলি ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচে ভারতের ক্যাপ্টেন ছিলেন রাহুল।
প্রায় সাড়ে তিন বছর পর বিরাট কোহলি ওডিআই শতরান করেছিলেন। সেই ম্যাচেও টিম ইন্ডিয়ার নেতা ছিলেন লোকেশ রাহুল।
লোকেশ রাহুলের ক্যাপ্টেন্সিতে শুভমন গিল ভারতের জার্সিতে প্রথম ওডিআই শতরান করেছিলেন। এবং প্রথম টেস্ট শতরানও করেছিলেন।
গিলের মতোই ঈশানের জন্যও রাহুল লাকি। তাঁর নেতৃত্বে ভারতের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ ডাবল সেঞ্চুরি করেছিলেন।
টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারার টেস্টে সেঞ্চুরির খরা কেটেছিল রাহুলের ক্যাপ্টেন্সিতে খেলে।
অর্শদীপ সিং প্রথম বার ৫ উইকেট নিলেন রাহুলের নেতৃত্বে খেলে। এবং নেতা রাহুলের অধীনে প্রথম বার পিঙ্ক ওডিআইতে দক্ষিণ আফ্রিকা হারাল ভারত।
খেলার আরও ওয়েব স্টোরি দেখুন