আইপিএলের বয়স্ক অধিনায়করা, তালিকায় রয়েছেন রাহুল-ধোনি
07 December 2023
তেইশের বিশ্বকাপে নজর কেড়েছিলেন ভারতের ভরসাযোগ্য উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল।
বিশ্বকাপের মতো মঞ্চে যখন ব্যর্থ ভারতের ওপেনাররা, তখন বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে জয়ের জয়ের দিকে এগিয়ে দেন।
শুধু ভালো পারফরম্যান্সই নয়, ডিআরএসের ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে তাঁকে। এই ব্যাপারে তাঁর উপর সম্পূর্ণ ভরসা রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা।
এ বার বিশ্বকাপ শেষে তিন ফরম্যাটের সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়েছে ভারতীয় দল।
সেখানে আসন্ন সিরিজে ওডিআই দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। এ ছাড়া এই সিরিজের মাধ্যমে টেস্টেও কামব্যাক করবেন তিনি।
তার আগে কঠোর পরিশ্রম করতে দেখা গেল ভারতের তারকা উইকেটকিপার ব্যাটারকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ওয়ার্ক আউট সেশনের ভিডিয়ো।
ভিডিয়োতে দেখা যাচ্ছে জিম করছেন তিনি। বোঝাই যাচ্ছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য নিজেকে তৈরি করছেন রাহুল।
তাই জোরকদমে চলছে শরীরচর্চা। ফিটনেস নিয়ে বরাবরই সচেতন তিনি। নিয়মিত জিম করেনষ। পাশাপাশি ব্যক্তিগত অনুশীলন তো চলছেই।
আরও পড়ুন