4th June,, 2025 

IPL জয়ের স্বপ্নপূরণের পর বিরাটদের ঝুলিতে এল কত টাকা?

TV9 Bangla

Credit -  PTI, BCCI

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে রজত পাতিদারের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসকে হারিয়ে প্রথম বার আইপিএল জয়ের স্বাদ পেল আরসিবি। বিরাট কোহলি থেকে শুরু করে আরসিবির সকল অনুরাগীরা উচ্ছ্বসিত।

আইপিএল ঘিরে ক্রিকেট প্রেমীদের আগ্রহ বিরাট। ফলে অনেকেই খোঁজখবর রাখেন যে, আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পাচ্ছে জয়ী দল?

এ বার তাই খোঁজ পড়েছে যে, ১৮তম আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কত প্রাইজমানি পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু?

পঞ্জাবকে হারিয়ে প্রথম আইপিএল ট্রফি আরসিবি শিবিরে এনে ২০ কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন রজত পাতিদার, বিরাট কোহলিরা।

এ বারের আইপিএলের রানার্স অর্থাৎ শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস ১২ কোটি ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পেয়েছে।

২০০৮ সালে যে বার রাজস্থান রয়্যালস প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, সে বার প্রাইজমানি ছিল ৪ কোটি ৮০ লক্ষ টাকা।

এরপর ২০১৮ সাল থেকে আইপিএলের চ্যাম্পিয়ন দলের আর্থিক পুরস্কার মূল্য করে দেওয়া হয় ২০ কোটি টাকা। সেই মতো এ বার তাই আরসিবির ঝুলিতে গেল ২০ কোটি টাকা।