ধোনির মেয়ে জিভার স্কুল ফি কত? শুনলে চোখ উঠবে কপালে
08 December 2023
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তাঁর স্ত্রী সাক্ষী ও জিভার অনুরাগীদের সংখ্যাও নেহাতই কম নয়।
দেখতে দেখতে ধোনি ও সাক্ষীর একমাত্র মেয়ে জিভার ৯ বছর বয়স হতে চলেছে। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি জিভার জন্ম হয়েছিল।
মহেন্দ্র সিং ধোনি তাঁর মেয়ে জিভার জন্য যে স্কুল বেছে নিয়েছেন, তা রাঁচির অন্যতম সেরা স্কুল। নাম টৌরিয়ান ওয়ার্ল্ড স্কুল। জিভা পড়ে ক্লাস থ্রি-তে।
এটি রাঁচির অন্যতম সেরা বোর্ডিং স্কুল। ২০০৮ সালে লন্ডন স্কুল অফ ইকোনমিকসের প্রাক্তনী অমিত বাজলা ওই স্কুল তৈরি করেছিলেন।
রাঁচিতে ৬৫ একর জায়গার মধ্যে রয়েছে সেই স্কুল। সেখানে পড়াশোনার পাশাপাশি নাচ, গান, জৈব ফার্ম, রোয়িং, ঘোড়দৌড়ের মতো বিষয়েও শিক্ষা দেওয়া হয় সেখানে।
ওই স্কুলে প্রচুর বিদেশি শিক্ষক পড়ান। লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবল টেনিস, হকির মতো খেলাধুলোরও ব্যবস্থাও রয়েছে সেখানে।
এত সুযোগ সুবিধা থাকার জন্য এই স্কুলে পড়াশোনার খরচটাও বেশি। নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ওই স্কুলে পড়ার খরচ বছরে ৪ লক্ষ ৪০ হাজার টাকা।
ধোনি আপাতত মেয়ে জিভার পড়াশুনার জন্য বছরে ৪ লক্ষ ৪০ হাজার টাকা দেন। তার মধ্যেই স্কুলের পোশাক, বই, খেলাধুলোর পোশাক সব কিছুই থাকে।
খেলার আরও ওয়েব স্টোরি দেখুন