ইশান্ত ও প্রতিমার প্রেমকাহিনিতে স্পোর্টসের 'তড়কা'!
9 September 2023
প্রথম দেখাতেই প্রেম... শুধু সিনেমাতেই হয় না। বাস্তবেও হয়। যেমনটা হয়েছিল ভারতীয় ক্রিকেটার ইশান্ত শর্মার সঙ্গে।
প্রতিমা সিংকে প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন ইশান্ত শর্মা। জানেন তাঁদের প্রেমকাহিনি? সেখানেও রয়েছে স্পোর্টসের তড়কা...
আসলে ভারতীয় ক্রিকেটার ইশান্ত শর্মার স্ত্রী প্রতিমা সিংও একজন ক্রীড়াবিদ। তাঁদের প্রথম সাক্ষাৎ ২০১১ সালে।
২০১১ সালে দিল্লির বাস্কেটবল অ্যাসোসিয়েশন লিগের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে গিয়েছিলেন ইশান্ত শর্মা। সেখানেই প্রতিমাকে প্রথম দেখেন ইশান্ত।
ইশান্ত শর্মার স্ত্রী প্রতিমা সিং পেশায় জাতীয় দলের বাস্কেটবল প্লেয়ার। তাঁদের প্রেমের শুরুর দিকে ইশান্তকে পছন্দ করতেন না প্রতিমা।
ভারতে ক্রিকেট খুব জনপ্রিয়। আর প্রতিমা মনে করতেন ভারতীয় ক্রিকেটার হিসেবে ইশান্ত শর্মা বেশ দাম্ভিক। তাই তাঁকে শুরুতে অতটা পছন্দ করতেন না প্রতিমা।
ধীরে ধীরে বদলে যায় প্রতিমার মত। তিন বছর প্রেম করার পর ২০১৬ সালে প্রতিমাকে প্রপোজ করেন ইশান্ত। সে বছরই তাঁদের বিয়ে হয়।
বিয়ের ছয় বছর পর বাবা-মা হতে চলেছেন ইশান্ত ও প্রতিমা। সদ্য জানা গিয়েছে, তাঁরা প্রথম সন্তান আসার অপেক্ষায় রয়েছেন।
খেলার আরও খবর পড়ুন