ফের বিতর্কের কেন্দ্রে জাইনাব, হলেন ভারত থেকে বিতাড়িত!

11 October 2023

ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফলাও করে জানিয়েছিলেন ভারতে আসছেন। সেই তিনিই কার্যত ভারত থেকে বিতাড়িত হয়েছেন। 

কথা হচ্ছে পাকিস্তানি সঞ্চালক জাইনাব আব্বাসকে নিয়ে। শোনা গিয়েছে হিন্দুবিরোধী মন্তব্যের জেরে ভারত থেকে বিতাড়িত হয়েছেন পাক সঞ্চালক।

প্রায় ৯ বছর আগে ভারত ও হিন্দু বিরোধী এক মন্তব্য করেছিলেন পাক সঞ্চালক জাইনাব। তিনি ভারতে আসার পর তাঁর সেই পুরনো টুইট হঠাৎই ফের আলোচনায়।

বিশ্বকাপ চলাকাীন তিনি আইসিসির হয়ে সঞ্চালনা করতে ভারতে এসেছিলেন। কিন্তু বেশিদিন এ দেশে থাকা হল না জাইনাব আব্বাসের।

পাক মিডিয়ায় ফলাও করে জানানো হয়েছে জাইনাব আব্বাসের ভারত থেকে বিতাড়িত হওয়ার কথা। এরই মাঝে শোনা যাচ্ছে তাঁকে নিয়ে অন্য কথা।

আসলে শোনা গিয়েছে, ভারত থেকে জাইনাব আব্বাসকে বিতাড়িত করা হয়নি। বরং তিনি ব্যক্তিগত কারণের জন্য ভারত ছাড়তে বাধ্য হয়েছেন।

এই প্রথম নয়, এর আগেও জাইনাব আব্বাস বিতর্কের কেন্দ্রে এসেছেন। অতীতে পাক অধিনায়ক বাবর তাঁর অদ্ভুত মন্তব্যের জন্য তাঁকে হুঁশিয়ারি দিয়েছিলেন।

বিশ্বকাপের আগে জাইনাব এশিয়া কাপে সঞ্চালনা করেছেন। জাইনাবের বাবা নাসির আব্বাস। তিনি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন দীর্ঘ দিন। তাঁর মা আন্দলীব আব্বাস। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত।

পাক সঞ্চালক অত্যন্ত পরিচিত মুখ জাইনাব। অতীতে তাঁকে ভারতের জনপ্রিয় সঞ্চালক মায়ান্তি ল্যাঙ্গারের সঙ্গে দেখা গিয়েছে। শুধু তাই নয়, দেশ-বিদেশের একাধিক ক্রিকেট সঞ্চালকদের সঙ্গেও তাঁকে দেখা গিয়েছে।