১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। আর বেশিদিন তাতে বাকি নেই। এই টুর্নামেন্টকে মিনি বিশ্বকাপও বলা হয়।
২০১৭ সালের পর আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়নি। বেশ কয়েক বছর পর ফের আট টিম লড়তে চলেছে এই টুর্নামেন্টে।
এ বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে এক ঝলকে দেখে নিন ভারতের কোন তারকারা এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছিলেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস দেখলে নজরে পড়বে টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার হলেন ক্রিস গেইল। তিনি ১৪টি ম্যাচে ৬৯৫ রান করেছিলেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৩টি ম্যাচ খেলেছেন। তাতে ১১টি ইনিংসে ৬৬৫ রান করেছেন। সর্বাধিক ১৪১* রান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাহুল দ্রাবিড় ১৬টি ম্যাচ খেলেছেন। তাতে ১৩টি ইনিংসে ৫৪৭ রান করেছেন। সর্বাধিক ৭১ রান।
সৌরভ, দ্রাবিড়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান করা ভারতীদের তালিকায় রয়েছেন সচিন। এই টুর্নামেন্টে ১৪টি ম্যাচ খেলেছেন সচিন তেন্ডুলকর। করেছেন ৪৩৩ রান।
সৌরভ, রাহুল, সচিনের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি করা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় রয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। তিনি ১০টি ম্যাচে ৩৮৯ রান করেছেন।
এই তালিকায় প্রথম পাঁচে নেই বিরাট, রোহিতরা। পাঁচে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৩টি ম্যাচে ২৭১ রান করেছেন। সর্বাধিক ৮৪ রান।