পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেল যে দলগুলো...

14 November 2023

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। এ বারের ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দলগুলো খেলবে, তাদের পাওয়া গিয়েছে।

শীর্ষে থেকে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে ভারত। তাতেই পঁচিশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করেছে। পয়েন্ট টেবলের প্রথম ৮টি দল আগামী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে।

তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্ব পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে শেষ করেছে। ফলে পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রোটিয়াদের খেলতে দেখা যাবে।

৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে তৃতীয় স্থানে। তাই পাকিস্তানে হতে চলা ২০২৫ এর বিশ্বকাপে অজিদেরও দেখা যাবে।

কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ওডিআই বিশ্বকাপের শেষ চারে ওঠা চতুর্থ দল। কিউয়িরাও ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বাবর আজমের পাকিস্তান এ বারের বিশ্বকাপের পয়েন্ট টেবলের প্রথম আটে না থাকলেও পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারত। কারণ আয়োজক দেশ হিসেবে আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট পেয়েছে পাকিস্তান।

এই প্রথম বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে আফগানিস্তান। এ বারের ওডিআই বিশ্বকাপে আফগানরা কয়েকটি ভালো ম্যাচ উপহার দিয়েছে। এবং গ্রুপ পর্ব আফগানরা শেষ করেছে ছয় নম্বরে।

জস বাটলারের ইংল্যান্ড এ বারের বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পারেনি। কিন্তু বিশ্বকাপের গ্রুপ পর্ব রুটরা শেষ করেছেন সাত নম্বরে। তাই ইংল্যান্ড পেয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট।

সাকিব আল হাসানের বাংলাদেশ এবারের বিশ্বকাপে ব্যর্থ হয়েছে। কিন্তু আইসিসি বিশ্বকাপের গ্রুপ পর্ব টাইগার্সরা শেষ করেছে আটে। তাতেই বাংলাদেশ পেয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট।