18 January 2024

রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ক্রিকেটারদের তালিকা

Credit -  X

TV9 Bangla

অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে হবে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। সেই উপলক্ষ্যে অযোধ্যায় সাজো সাজো রব। সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা বেড়েই চলেছে।

রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে প্রায় ১১ হাজারের মতো বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় রয়েছেন দেশের একাধিক ক্রিকেটারও।

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকায় রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

সচিনের পাশাপাশি ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও পেয়েছেন অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ।

সচিন-ধোনির পাশাপাশি দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও পেয়েছেন রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ।

সচিন-ধোনি-গৌতমের পাশাপাশি দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিংও পেয়েছেন অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ।

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী, বলিউড ডিভা অনুষ্কা শর্মাও রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন।