23 January 2024

সচিন-রুট IND vs ENG টেস্টে রানের বন্যা বয়েছে যাঁদের ব্যাটে

Credit -  X

TV9 Bangla

সচিন তেন্ডুলকর - IND-ENG মধ্যে যে সকল টেস্ট সিরিজ হয়েছে তাতে সবচেয়ে বেশি রান করেছেন ভারতীয় কিংবদন্তি সচিনের। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২টি টেস্টে ২৫৩৫ রান করেছেন। রয়েছে ৭টি সেঞ্চুরি।

জো রুট - ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ২৫টি টেস্ট ম্যাচে খেলেছেন। তাতে জো রুট করেছেন ২৫২৬ রান। রয়েছে ৯টি শতরানও।

সুনীল গাভাসকর - টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮টি টেস্টে খেলেছেন। তাতে করেছেন ২৪৮৩ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে সানির রয়েছে ৪টি শতরান।

অ্যালিস্টার কুক - ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক ভারতের বিরুদ্ধে ৩০টি টেস্টে খেলেছিলেন। তাতে ২৪৩১ রান করেছিলেন। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কুকের ছিল ৭টি শতরান। 

বিরাট কোহলি - ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮টি টেস্টে খেলেছেন। তাতে বিরাট ১৯৯১ রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের রয়েছে ৫টি শতরান।

রাহুল দ্রাবিড় - দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার এবং টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড় ইংল্যান্ডের বিরুদ্ধে ২১টি টেস্টে খেলেছেন। তাতে করেছেন ১৯৫০ রান। রয়েছে ৭টি শতরান।

গুন্ডাপ্পা বিশ্বনাথ - টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথ ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। তাতে ১৮৮০ রান করেছিলেন। রয়েছে ৪টি শতরানও।

চেতেশ্বর পূজারা - দেশের সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭টি টেস্টে খেলেছিলেন। তাতে করেছিলেন ১৭৭৮ রান। রয়েছে ৫টি শতরান। 

গ্রাহাম গুচ - ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার গ্রাহাম গুচ ভারতের বিরুদ্ধে ১৯টি টেস্টে খেলেছিলেন। তাতে ১৭২৫ রান করেছিলেন। রয়েছে ৫টি সেঞ্চুরি। 

দিলীপ বেঙ্গসরকর - টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরসর ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬টি টেস্টে খেলেছিলেন। তাতে করেছিলেন ১৫৮৯ রান। রয়েছে ৫টি শতরানও।