22 January 2024

জিমি-কুম্বলে-অশ্বিন IND-ENG টেস্টে সবচেয়ে বেশি উইকেট যাঁদের ঝুলিতে

Credit -  X

TV9 Bangla

জেমস অ্যান্ডারসন - ইংল্যান্ডের সিনিয়র তারকা জোরে বোলার জিমি অ্যান্ডারসন ভারতের বিরুদ্ধে ৩৫টি টেস্টে ১৩৯টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৫/২০।

বি চন্দ্রশেখর - ভারতের প্রাক্তন লেগ স্পিনার বি চন্দ্রশেখর ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩টি টেস্টে ৯৫টি উইকেট নিয়েছিলেন। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৮/৭৯।

অনিল কুম্বলে - ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার অনিল কুম্বলে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। তাতে কুম্বলে নিয়েছিলেন ৯২টি উইকেট। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৭/১১৫।

রবিচন্দ্রন অশ্বিন - ভারতীয় তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১৯টি ম্যাচে খেলেছেন। তাতে নিয়েছেন ৮৮টি উইকেট। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৬/৫৫।

বিষেণ সিং বেদী - ভারতের প্রয়াত তারকা ক্রিকেটার বিষেণ সিং বেদী ইংল্যান্ডের বিরুদ্ধে ২২টি টেস্টে খেলেছিলেন। তাতে তিনি ৮৫টি উইকেট নিয়েছিলেন। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৬/৭১।

কপিল দেব - ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭টি টেস্টে খেলেছেন। তাতে নিয়েছেন ৮৫টি উইকেট। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৬/৯১।

স্টুয়ার্ট ব্রড - ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ট ব্রড ভারতের বিরুদ্ধে ২৪টি টেস্টে খেলেছেন। তাতে নিয়েছেন ৭৪টি উইকেট। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৬/২৫।

ইশান্ত শর্মা - ইশান্ত শর্মা দেশের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩টি টেস্ট ম্যাচে খেলেছিলেন। তাতে নিয়েছিলেন ৬৭টি উইকেট। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৭/৭৪।

বব উইলিস - ইংল্যান্ডের প্রয়াত তারকা বোলার বব উইলিস ভারতের বিরুদ্ধে ১৭টি টেস্টে খেলেছিলেন। তাতে নিয়েছিলেন ৬২টি উইকেট। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৬/৫৩।