23 January 2024

IND vs ENG টেস্টে সবচেয়ে বেশি ফাইফার যাঁদের ঝুলিতে...

Credit -  X

TV9 Bangla

বি চন্দ্রশেখর - ভারতীয় কিংবদন্তি স্পিনার বি চন্দ্রশেখর ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩টি টেস্টে খেলেছিলেন। তাতে ৩৮টি ইনিংসে মোট ৮ বার পাঁচ উইকেট নিয়েছিলেন।

ইয়ান বোথাম - ইংল্যান্ডের প্রাক্তন তারকা অলরাউন্ডার ইয়ান বোথাম টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ১৪টি টেস্টে খেলেছিলেন। তাতে ২৩টি ইনিংসে ইয়ান বোথাম ৬ বার পাঁচ উইকেট নিয়েছিলেন।

রবিচন্দ্রন অশ্বিন - ভারতের সিনিয়র তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯টি টেস্টে খেলেছিলেন। তাতে ৩৫টি ইনিংসে ৬ বার পাঁচ উইকেট নিয়েছিলেন অশ্বিন।

জেমস অ্যান্ডারসন - ইংল্যান্ডের সিনিয়র তারকা বোলার জেমস অ্যান্ডারসন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৩৫টি টেস্টে খেলেছেন। তাতে ৬৬টি ইনিংসে ৬ বার পাঁচ উইকেট নিয়েছিলেন।

অক্ষর প্যাটেল - ভারতের তারকা ক্রিকেটার অক্ষর প্যাটেলও রয়েছেন IND-ENG টেস্টে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়া বোলারদের তালিকায়। তিনি ৩টি টেস্টে ৬টি ইনিংসে ৪ বার পাঁচ উইকেট নিয়েছিলেন।

স্যার অ্যালেক ভিক্টর বেডসার - ইংল্যান্ডের প্রয়াত পেসার স্যার অ্যালেক ভিক্টর বেডসার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৭টি টেস্টে ১২টি ইনিংসে ৪ বার পাঁচ উইকেট নিয়েছিলেন।

কপিল দেব - ভারতের তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭টি টেস্টে খেলেছেন। তাতে ৪৮টি ইনিংসে কপিল দেব ৪ বার পাঁচ উইকেট নিয়েছিলেন।

অনিল কুম্বলে - টিম ইন্ডিয়ার স্পিন মায়েস্ত্রো অনিল কুম্বলে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। তাতে ৩৬টি ইনিংসে ৪ বার পাঁচ উইকেট নিয়েছিলেন কুম্বলে।

বিষেণ সিং বেদী - টিম ইন্ডিয়ার প্রয়াত ক্রিকেটার বিষেণ সিং বেদী ইংল্যান্ডের বিরুদ্ধে ২২টি টেস্টে খেলেছিলেন। তাতে ৩৬টি ইনিংসে ৪ বার পাঁচ উইকেট নিয়েছিলেন বিষেণ।

গাবি অ্যালেন - ইংল্যান্ডের প্রয়াত জোরে বোলার গাবি অ্যালেন ভারতের বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। তাতে ৬টি ইনিংসে গাবি ৩ বার পাঁচ উইকেট নিয়েছিলেন।