05 January 2024

প্রেমের শহরে প্যারিসে শর্মিলাকে প্রপোজ করেছিলেন মনসুর পতৌদি

Credit -  X

TV9 Bangla

আজ মনসুর আলি খান পতৌদির জন্মবার্ষিকী। টাইগার পতৌদি এই জগতের মায়া কাটিয়ে চলে গিয়েছেন। কিন্তু আজও তিনি অমর তাঁর অনুরাগীদের কাছে।

বর্তমানে একাধিক ক্রিকেট ও বলিউডের পাওয়ার কাপল জনপ্রিয়। কিন্তু এই দুই জগতের প্রথম পাওয়ার কাপল মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুর।

নবাব পতৌদি ও ঠাকুর বাড়ির মেয়ে শর্মিলার প্রেমকাহিনি কোনও সিনেমার থেকে কম ছিল না। এই গল্প আজও ঠিক নতুনের মতোই রয়ে গিয়েছে।

অনেক বাধা-বিপত্তি পেরিয়ে মনসুর আলি খান ও শর্মিলা ঠাকুরের চারহাত এক হয়েছিল। তাঁদের এক হওয়ার পিছনে বাধা আসার বড় কারণ ছিল, তাঁদের আলাদা ধর্ম।

শর্মিলা ঠাকুর যে সময় ছিলেন বলিউড কুইন, সেই সময় ২২ গজে দাপট ছিল নবাব পতৌদির। প্রথম দেখাতেই একে অপরকে মন দিয়ে বসেন।

দিল্লিতে এক পার্টিতে কমন বন্ধু মারফত তাঁদের আলাপ হয়। সেখান থেকে হয় ফোন নম্বর দেওয়া নেওয়া। তারপর বন্ধুত্ব, প্রেম।

বেশ কয়েক বছর ডেটিংয়ের পর প্যারিসের রাস্তায় ফিল্মি কায়দায় শর্মিলা ঠাকুরকে প্রপোজ করেছিলেন মনসুর আলি খান পতৌদি।

১৯৬৮ সালে মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুরের বিয়ে হয়েছিল। ২০১১ সালের ২২ সেপ্টেম্বর শর্মিলাকে একা রেখে না ফেরার দেশে পাড়ি দেন নবাব পতৌদি।