ফার্মহাউসে কার সঙ্গে সময় কাটাচ্ছেন ধোনি?
04 December 2023
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অসবর নিলেও, এখনও আইপিএলের মঞ্চ মাতিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।
নতুন বছরের আইপিএলে ফের চেন্নাই সুপার কিংসের জার্সিতে চমক দেখাতে হাজির হবেন মাহি। ক্রিকেটের পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটাকে পছন্দ করেন তিনি।
আপাতত নিলামের আগে রাঁচিতে নিজের ফার্ম হাউসে সময় কাটাচ্ছেন মাহি। তবে এ বার শুধু পরিবার নয়। সঙ্গে রয়েছে আরও অনেকে।
পোষ্যদের প্রতি ধোনির ভালোবাসার কথা অচেনা নয় কারও। তাঁর ফার্মহাউসে রয়েছে ঘোড়া। এ বার তাদের সঙ্গে সময় কাটাতে দেখা হেল ক্যাপ্টেন কুলকে।
ঘোড়াকে খাবার খাওয়াচ্ছেন মাহি। এমনই এক ভীষণভাবে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তাঁর ফার্ম হাউসে চেতক নামে একটি কালো ঘোড়া রয়েছে। ভাইরাল ভিডিয়ো দেখে মনে হচ্ছে সম্ভবত এটি চেতকই।
মাহির ভিডিয়োতে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা। মাহির ফার্ম হাউসে রয়েছে একাধিক পোষ্য। এমনকি তাঁর খামারবাড়িতে রয়েছে একটি শেটল্যান্ড পোনি।
তাদের সঙ্গে মাঝে মধ্যেই সময় কাটান ধোনি। মেয়ে জিভাও পশুপ্রেমী। বাবার সঙ্গে পাল্লা দিয়ে পোষ্যদের দেখভাল করে সে।
আরও পড়ুন