27 MAY 2025

সচিন-বিরাট-ধোনির চেয়ে ২০ গুণ বিত্তবান! ভারতের ধনীতম  ক্রিকেটারকে চেনেন?  

credit:TV9, AI

TV9 Bangla

ক্রিকেট নিয়ে ভারতীয়দের মধ্যে যে উন্মাদনা রয়েছে, তা আর কোনও খেলাকে ঘিরে রয়েছে কিনা সন্দেহ! তাই এই দেশে ক্রিকেটারাও সব সময় বিশেষ মর্যাদা পেয়েছেন। ক্রিকেটার হিসেবে প্রভূত সম্পত্তির মালিক হয়েছেন অনেকে।

ভারতের ধনীতম ক্রিকেটারের কথা বললে কেউ হয়তো বলবেন সচিন তেন্ডুলকারের কথা। কেউ বলতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি বা বিরাট কোহলির কথাও। তবে আসল সত্যিটা কিন্তু তাই নয়।

ভারতের ধনীতম ক্রিকেটার কিন্তু এঁদের মধ্যে কেউ নন। বরং তাঁর মোট সম্পত্তি এঁদের সকলের মিলিত সম্পত্তির থেকেও কয়েক গুণ বেশি। জানেন তিনি কে?

সমরজিৎ রঞ্জিতসিং গাইকোয়াড়। যদিও বিরাট, ধোনি বা সচিনের মতো স্টার প্লেয়ার তিনি নন। তবে খেলেছেন রঞ্জি ট্রফি। গুজরাটের হয়ে রঞ্জি খেলতেন তিনি।

রঞ্জিত গাইকোয়াড়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০,০০০ হাজার কোটি টাকা। যদিও ক্রিকেট খেলে এই টাকা রোজগার করেননি তিনি। এটি তাঁর পৈতৃক সম্পত্তি।

ভাদোদরার মহারাজা রঞ্জিতসিং প্রতাপ গাইকোয়াড় এবং শুভাঙ্গিনী রাজের একমাত্র পুত্র সমরজিৎ। ২০১২ সালের মে মাসে বাবার মৃত্যুর পর মহারাজা হিসেবে অভিষেক হয় তাঁর।

বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাসস্থান লক্ষ্মী বিলাস প্যালেস, মোতিবাগ স্টেডিয়াম এবং মহারাজা ফতেহ সিং জাদুঘরের মালিকও তিনিই। লক্ষ্মী বিলাস প্যালেসের কাছে ৬০০ একরেরও বেশি রিয়েল এস্টেট জমিও রয়েছে।

ভানকানের রাজ্যের রাজপরিবারের সদস্য রাধিকারাজেকে বিয়ে করেন। ২০১৪ সালের নভেম্বরে বিজেপিতে যোগ দেন। ১৯৮৭-৮৯ সালের মধ্যে রঞ্জি ট্রফিতে বরোদার হয়ে ৬ ম্যাচ খেলে ১১৯ রান করেন। তাঁর সর্বোচ্চ স্কোর ৬৫। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।