virat vartik

20  December 2023

বিরাট কোহলির কাছের বন্ধু কারা জানেন?

Credit - X

TV9 Bangla

image
Indian captain Virat Kohli

বিশ্বজোড়া খ্যাতি তাঁর। তিনি আর কেউ নন বাইশ গজের রাজা বিরাট কোহলি। যাঁর ব্যাটের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব।

বিরাটের ভক্তর সংখ্যা নেহাতই কম নয়। গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে কোহলির ফ্যানরা। তেমনই বিরাটের কাছের মানুষেরও অভাব নেই।

বিরাটের ভক্তর সংখ্যা নেহাতই কম নয়। গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে কোহলির ফ্যানরা। তেমনই বিরাটের কাছের মানুষেরও অভাব নেই।

স্ত্রী অনুষ্কা শর্মাকে তাঁর ছায়াসঙ্গী বলা চলে। বিরাট-অনুষ্কার প্রেম ও বন্ধুত্বের সমীকরণ অজানা নয় কারও।

স্ত্রী অনুষ্কা শর্মাকে তাঁর ছায়াসঙ্গী বলা চলে। বিরাট-অনুষ্কার প্রেম ও বন্ধুত্বের সমীকরণ অজানা নয় কারও।

অনুষ্কা তো আছেনই, পাশাপাশি বিরাটের জীবনে রয়েছেন তাঁর খুব কাছের কয়েকজন বন্ধু। সময়-অসময়ে যাঁরা বিরাটের পাশে থাকেন।

বিরাটের পছন্দের তালিকায় উপরের দিকেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে পরম বন্ধু হিসেবেই মানেন বিরাট। একসঙ্গে দুই তারকাকে দেখাও যায় মাঝেমাঝে।

এ ছাড়া ভারতীয় উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুলের সঙ্গেও বেশ বন্ধুত্ব রয়েছেন বিরাটের। লোকেশের অনুপ্রেরণা কিন্তু বিরাট।

ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের সঙ্গে কোহলির বন্ধুত্বটা বড় সুন্দর। একসঙ্গে আরসিবিতে সময় কাটিয়েছেন তাঁরা।

এ ছাড়া রোহিত শর্মার শ্যালক বান্টি সাজদের সঙ্গেও সুসম্পর্ক কোহলির। বান্টির দৌলতেই নামীদামি ব্র্যান্ডের বিজ্ঞাপনের সুযোগ পান বিরাট।

এ ছাড়া বিরাটের খুব কাছের বন্ধু হলেন ভার্তিক তিহারা।  ছেলেবেলার বন্ধু বিরাট ও ভার্তিক। বর্তমানে ব্যবসার পার্টনার তাঁরা।