25 October 2024
পুনেতে ৭ শিকারে কিংবদন্তি ভেত্তোরিকে ছাপিয়ে গেলেন স্যান্টনার
Credit - PTI
TV9 Bangla
পুনে টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের তারকা বোলার মিচেল স্যান্টনার। এটি তাঁর কেরিয়ারের সেরা বোলিং।
৫৩ রানের বিনিময়ে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৭টি উইকেট নিয়ে কিউয়ি কিংবদন্তি ড্যানিয়েল ভেত্তোরিকে ছাপিয়ে গিয়েছেন মিচেল স্যান্টনার।
আসলে ভারতের মাটিতে এর আগে টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেত্তোরি সর্বাধিক ৬টি উইকেট নিয়েছিলেন। তাঁকে ছাপিয়ে গেলেন স্যান্টনার।
ভারতের মাটিতে টেস্টে সর্বাধিক উইকেট নেওয়া কিউয়ি বোলারদের তালিকায় শীর্ষে এজাজ প্যাটেল। ২০২১ সালে মুম্বইতে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন এজাজ।
কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনার পুনেতে যে ৭টি উইকেট নিয়েছেন সেগুলি হল - শুভমন গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, আকাশদীপ ও জসপ্রীত বুমরার।
রোহিত শর্মার ভারতের বিরুদ্ধে পুনের মাঠে দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে ১৯.৩ ওভার বল করে ১টি মেডেন দিয়েছেন। ইকোনমি ২.৭১।
মিচেল স্যান্টনার হলেন নিউজিল্যান্ডের পঞ্চম স্পিনার, যিনি ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে ফাইফার (৫ উইকেট) নিলেন।
পুনেতে শুক্রবার সকালে দ্বিতীয় দিনের প্রথম সেশনে চারটি উইকেট নেন মিচেল স্যান্টনার। আর দ্বিতীয় সেশনে নেন আরও ৩টি উইকেট।
খেলার আরও ওয়েব স্টোরি দেখুন