03 January 2024

দক্ষিণ আফ্রিকায় দুরন্ত মহম্মদ সিরাজ, অধরা শার্দূল

Credit -  PTI, AFP

TV9 Bangla

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নতুন বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয় টেস্টে দুরন্ত বোলিং করেছেন ভারতীয় তারকা পেসার মহম্মদ সিরাজ।

প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এক ইনিংসে ও ৩২ রানে হেরেছিল ভারত। ওই ম্যাচে সিরাজ ২টি উইকেট নিয়েছিলেন।

কেপটাউনে এ বার সিরিজের দ্বিতীয় টেস্টে জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ। হায়দরাবাদের ২৯ বছর বয়সী বোলার গড়লেন নয়া রেকর্ডও।

রেনবো নেশনে জসপ্রীত বুমরা, শার্দূল ঠাকুর ও শ্রীসন্থের পর চতুর্থ ভারতীয় পেসার হিসেবে ফাইফার নেওয়ার নজির গড়লেন মহম্মদ সিরাজ।

সিরাজের আগে টিম ইন্ডিয়ার তারকা পেসার শার্দূল ঠাকুর ২০২২ সালের ৩ জানুয়ারি জোহানেসবার্গে ৬১ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন।

শার্দূল ঠাকুরের পর জসপ্রীত বুমরা গত বছর ভারতের প্রোটিয়া সফরে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। ওই ম্যাচে ৪২ রান খরচ করেছিলেন বুমরা।

২০১১ সালে কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন এস শ্রীসন্থ। সেই ম্যাচে তিনি রান খরচ করেছিলেন ১১৪।

কেপটাউনে আজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। এটি তাঁর টেস্ট কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান।