সুইংয়ে 'সুলতান' হলেন সিরাজ! এশিয়া কাপ ফাইনালে গড়লেন যে রেকর্ডগুলি

18 September 2023

কলম্বোয় হওয়া এ বারের এশিয়া কাপ ফাইনালে দুরন্ত পারফর্ম করেছেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। এই ম্যাচে তিনি একাধিক রেকর্ড গড়েছেন।

এ বারের এশিয়া কাপের ফাইনালে ২১ রান দিয়ে শ্রীলঙ্কার ৬টি উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ।

এশিয়া কাপের ফাইনালে আন্তর্জাতিক ওডিআইতে ৫০ উইকেটের মাইলস্টোন পূর্ণ করেছেন মহম্মদ সিরাজ। ১০০২ ডেলিভারিতে ৫০তম উইকেট পেয়েছেন তিনি।

শ্রীলঙ্কান মিস্ট্রি স্পিনার অজন্তা মেন্ডিসের পর দ্বিতীয় বোলার হিসেবে এশিয়া কাপের ওডিআই ফর্ম্যাটে ৬টি উইকেট নিলেন ভারতের পেসার মহম্মদ সিরাজ।

গত বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে এ বারের মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে করা বোলিং সিরাজের কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান (২১ রানে ৬ উইকেট)।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ওভারে চার উইকেটের রেকর্ড গড়েছেন সিরাজ। আশিস নেহরার পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই-তে ৬ উইকেট নিয়েছেন তিনি। 

ভারতীয় পেসার মহম্মদ সিরাজ দ্রুততম বোলার হিসেবে ওডিআইতে ফাইফার নিয়েছেন। এই রেকর্ড গড়তে তিনি নিয়েছেন মাত্র ১৬টি বল।

২০০২ সাল থেকে প্রথম ১০ ওভারে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া বোলার হয়েছেন টিম ইন্ডিয়ার তারকা মহম্মদ সিরাজ। এশিয়া কাপের ফাইনালে তিনি ম্যাচের সেরার পুরষ্কারও পেয়েছেন।