বিশ্বকাপ জিতলেই ক্যাপ্টেন রোহিত স্পর্শ করবেন ধোনির এই রেকর্ড...
18 November 2023
ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপ দেখতে দেখতে শেষের পথে। ১৯ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল। মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোন দল করবে বাজিমাত? জানার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। ষষ্ঠ ট্রফি ঘরে তুলবে অস্ট্রেলিয়া, নাকি ভারত দেশে রাখবে বিশ্বকাপ? রবিবার মিলবে উত্তর।
এ বারের বিশ্বকাপে সবচেয়ে সফল অধিনায়ক বলতেই হয় ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে। তাঁর নেতৃত্বে আপাতত টানা ১০টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।
ওডিআই বিশ্বকাপে একটানা সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়ক অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। তিনি বিশ্বকাপে টানা ২৪টি ম্যাচ জিতেছিলেন।
একদিনের বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়কের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি টানা ১১টি ম্যাচ জিতেছিলেন।
বিশ্বকাপে ধোনির ১১টি টানা ম্যাচ জেতার রেকর্ড স্পর্শ করার সুযোগ রয়েছে রোহিতের কাছে। এখনও অবধি তিনি চলতি বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতেছেন। ফাইনাল ম্যাচ জিতলেই ধোনিকে ছুঁয়ে ফেলবেন রোহিত।
একদিনের বিশ্বকাপে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও একটানা ৮টি ম্যাচ জিতেছিলেন। সৌরভের রেকর্ড ইতিমধ্যেই ভেঙেছেন রোহিত।
বিশ্বকাপে একটানা সবচেয়ে বেশি ম্যাচ জেতা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন প্রাক্তন কিউয়ি তারকা ব্রেন্ডন ম্যাকালামও। তিনি টানা ৮টি ম্যাচ জিতেছিলেন।