30 December 2023
টেস্টে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে যে তারকাদের
Credit -
X
TV9 Bangla
বছর শেষ হতে চলল। তেইশে একের পর এক দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছে টিম ইন্ডিয়া।
বিশ্বকাপে প্রায় গোটা পর্বে কার্যত আগুন ফর্মে ছিল ভারত। ব্যাটিং থকে বোলিং সবেতেই সোনা ফলিয়েছে মেন ইন ব্লু।
সব ফর্ম্যাটেই জ্বলে উঠছেন নীল জার্সিরা। এই আবহে জেনে নিন টেস্টের মঞ্চ সর্বাধিক শতরানের রেকর্ড রয়েছে কোন ভারতীয় তারকাদের?
এই তালিকায় সবার প্রথমে রয়েছেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর। টেস্টের মঞ্চে ৫১ টি শতরানের রেকর্ড রয়েছে তাঁর।
এ ছাড়া গোটা কেরিয়ারে টেস্ট ফর্ম্যাটে মোট ১৫৯২১ রান করেছেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটার সচিন তেন্ডুলকর।
সচিনের পর এই তালিকায় রয়েছেন ভারতের জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ১৩২৬৫ রান।
রাহুল দ্রাবিড়ের পর টেস্টে সর্বাধিক রানের রেকর্ড রয়েছেন সুনীল গাভাসকরের। সাদা জার্সিতে ১০১২২ রানের রেকর্ড রয়েছে সানির।
গাভাসকরের পর এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত টেস্টে ৮৭৯০ রানের রেকর্ড তাঁর। এই রানের পরিমাণ বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে।
আরও এক ভারতীয় তারকাও রয়েছেন সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায়। তিনি হলেন ভিভিএস লক্ষ্মণ। তাঁর ঝুলিতে রয়েছে ৮৭৮১ রান।
আরও পড়ুন