কয়েকদিন আগেই আমেরিকা থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। এখন দেশজুড়ে চলছে গণেশ চতুর্থী উদযাপন।
চলতি বছরে আইপিএলের পর বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় সিএসকে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর মহেন্দ্র সিং ধোনিকে একমাত্র দেখা যায় আইপিএলে খেলতে। তাই আইপিএলের মরসুম শেষ হলেই মাহি ভক্তদের বিশেষ নজর থাকে তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন তাতে।
এ বার মুম্বইয়ে গণেশ চতুর্থী উদযাপনের এক শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেল ধোনিকে। নেটদুনিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে কালো জামা ও কালো প্যান্ট পরে রয়েছেন ধোনি। মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলে গণেশ চতুর্থী উদযাপনে যোগ দেন ধোনি।
মহেন্দ্র সিং ধোনিকে দেখা যায় একটি থালা থেকে বেশ কয়েক বার গাঁদা ফুল নিয়ে তা গণেশ ঠাকুরকে নিবেদন করতে।
মুম্বইতে বেশ ধুমধাম করে গণেশ চতুর্থী পালিত হয়। নেটিজেনদের মন জয় করে নিয়েছে মুম্বইতে মহেন্দ্র সিং ধোনির গণেশ বন্দনার ভিডিয়োটি।
একে গণেশ চতুর্থীর জন্য দর্শনার্থীদের ভিড়, তার উপর ধোনিকে দেখার জন্য অনেকে জড়ো হয়েছিলেন মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলে।