জার্সি, ব্যাট বা কাগজে নয়, এ বার বাইকে অটোগ্রাফ দিলেন ধোনি!
19 September 2023
সদ্য আমেরিকা থেকে ছুটি কাটিয়ে ভারতে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। দিল্লি এয়ারপোর্টে তাঁর সঙ্গে এক ভক্ত এই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন।
এ বার সোশ্যাল মিডিয়ায় এক মিষ্টি ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে ধোনি তাঁর এক ভক্তকে অটোগ্রাফ দিচ্ছেন এক বাইকের ফুয়েল ট্যাঙ্কে।
ধোনির ভক্তদের এতদিন জার্সি, টুপি, ব্যাট এবং কাগজেই অটোগ্রাফ নিতে দেখা যেত। এ বার তাঁর এক ভক্ত নিজের বাইকে নিলেন মাহির অটোগ্রাফ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, ধোনি হাসিমুখে নিজের ভক্তর বাইকের ওপর অটোগ্রাফ দিচ্ছেন।
মাহির বাইকের প্রতি ভালোবাসা কারও অজানা নয়। এ বার তাই ধোনিকে বাইকে অটোগ্রাফ দেওয়ার সময় অন্যরকম দেখতে লাগছিল।
ভাইরাল হওয়া ভিডিয়োতে মহেন্দ্র সিং ধোনির চোখে মুখে স্পষ্ট ছিল, ভক্তর এই বাইকে অটোগ্রাফ নেওয়ার আবদার তাঁর ভালো লেগেছে।
এমএসডির ওই ভক্ত বাইকে অটোগ্রাফ নেওয়ার পর তাঁর সঙ্গে ছবিও তোলেন। ভাইরাল ভিডিয়োর শেষের দিকে রয়েছে সেই দৃশ্য।
নেটদুনিয়ায় সকলে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওই ভক্তকে ভাগ্যবান বলে এই ভিডিয়োতে কমেন্ট করেছেন।
খেলার আরও ওয়েব স্টোরি