দুই খুদে ভক্তর মুখে চওড়া হাসি ফোটালেন মাহি
31 August 2023
Pic credit - reyaan.rianna Instagram
মহেন্দ্র সিং ধোনিকে বাচ্চা থেকে বুড়ো সকলেই ভালোবাসেন। মাহিকে এক ঝলক সামনে থেকে দেখার স্বপ্ন দেখেন তাঁর একাধিক ভক্ত।
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তাঁর ভক্তদের মাতামাতির শেষ নেই। জাতীয় দল থেকে অবসর নিলেও তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি।
ক্যাপ্টেন কুল আজও সকলের কাছে বিরাট ভালোবাসার পাত্র। চলতি বছরে একাধিক ভক্তর মনের ইচ্ছে পূরণ করেছেন ধোনি।
ভক্তদের কখনও নিরাশ করেন না ধোনি। যখনই তাঁর কাছে কোনও ভক্ত সেলফি তোলার বা অটোগ্রাফ নেওয়ার আবদার নিয়ে আসেন, তাঁকে খালি হাতে ফেরান না।
এ বার রাখির দিন রেয়ান ও রিয়ানা এই দুই ভাই বোনের মুখে হাসি ফোটালেন সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ছবি তুলতে পেরে এবং সময় কাটাতে পেরে আহ্লাদে আটখানা রেয়ান ও রিয়ানা এই দুই ভাই বোন।
রেয়ান ও রিয়ানা এই ভাই-বোনের জন্য একটি ব্যাটে অটোগ্রাফ দেন ধোনি। তাঁদের সঙ্গে ছবিও তোলেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
MS Dhoni with two little fan
MS Dhoni with two little fan
মাহির পাশে বসে ছবি তোলার সময় দুই খুদের মুখে হাসি ছিল দেখার মতো। দুই ছোট্ট ভক্তের দিন এক্কেবারে ভালো করে দিয়েছেন মাহি।
খেলার আরও খবর পড়ুন