04 January 2024

হোমকামিং! দুবাই থেকে একসঙ্গে ভারতে ফিরছেন ধোনি-পন্থ

Credit -  Instagram

TV9 Bangla

বিদেশের মাটিতে ২০২৩ সালের শেষ কয়েকটা দিন কাটিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, সাক্ষীরা। দুবাইতে দেদার পার্টিও করেছেন তাঁরা।

ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থও তেইশের শেষটা এবং চব্বিশের শুরুটা ভারতে নয়, দুবাইয়ের মাটিতে করেছেন।

বছরের শেষে মহেন্দ্র সিং ধোনি, তাঁর স্ত্রী সাক্ষীর পার্টি করার ছবি সোশ্যাল মিডিয়া সাইটে ছড়িয়ে পড়েছিল।

ধোনিপত্নী সাক্ষী সিংয়ের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে এই ভিডিয়ো দেখা যায়। যেখানে রয়েছে তাঁদের দুবাই ট্রিপের ঝলক।

দুবাইতে ধোনি-সাক্ষীর নিউ ইয়ার সেলিব্রেশনের সময় নজর কেড়েছে ছোট্ট জিভা। বাবার গালে জিভার চুমু দেওয়ার মিষ্টি ছবি ভাইরাল নেটদুনিয়ায়।

দুবাই থেকে দেশে ফেরার আগে মহেন্দ্র সিং ধোনি এবং ঋষভ পন্থের দেখা হয়েছে ইউএফসি ফাইটার খাবিব নুরমাগোমেদভের কোচের সঙ্গে।

ইউএফসি ফাইটার খাবিব নুরমাগোমেদভের কোচ জাভিয়ার মেন্ডেজ তাঁর ইন্সটাগ্রামে ধোনি ও পন্থের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।

দুবাই ট্রিপ শেষ। এ বার দেশে ফেরার পালা। একসঙ্গে ধোনি-পন্থ-সাক্ষী ভারতে ফিরছেন। সাক্ষী ইন্সটাগ্রামে এই ছবি শেয়ার করে জানিয়েছেন, তাঁরা দেশে ফিরছেন।