ধোনি-রায়না... যে ভারতীয় ক্রিকেটারদের হাতে ওঠেনি অর্জুন পুরস্কার
Credit - X
TV9 Bangla
মহম্মদ সামি বল হাতে প্রকৃত অর্থেই অর্জুন। তাঁর নিখুঁত নিশানায় ছিটকে যায় তাবড় তাবড় ব্যাটারের উইকেট। সদ্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে অর্জুন পুরস্কার পেয়েছেন ভারতীয় তারকা বোলার সামি।
ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে এমন কয়েকজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যাঁরা দেশের হয়ে অনেক সাফল্য পেলেও অর্জুন পুরস্কার পাননি।
৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণামাচারি শ্রীকান্ত ভারতের হয়ে টেস্টে ২০৬২ রান করেছেন এবং ওডিআইতে ৪০৯১ রান করেছেন। কিন্তু এই নজরকাড়া পারফরম্যান্সের পরও অর্জুন পুরস্কার পাননি তিনি।
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে শতরান করেছিলেন সুরেশ রায়না। টি-২০ ও ওডিআই বিশ্বকাপও জিতেছেন তিনি। কিন্তু অর্জুন পুরস্কার পাননি রায়না।
ভারতীয় তারকা পেসার আশিস নেহরা প্রায় ২ দশকের কাছাকাছি দেশের হয়ে খেলেছেন। ২০০৩ বিশ্বকাপে ২৩ রানের বিনিময়ে তাঁর নেওয়া ৬ উইকেট আরও ভোলেননি ভারতীয় ক্রিকেট প্রেমীরা। তিনিও অর্জুন পুরস্কার পাননি।
টিম ইন্ডিয়াকে তিনটি আইসিসি ট্রফি দেওয়া একমাত্র ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। মাহি পদ্মভূষণ, খেলরত্নের মতো একাধিক পুরস্কার পেলেও অর্জুন পুরস্কার পাননি।
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি আবার অর্জুন পুরস্কার পেয়েছিলেন। ২০১৩ সালে বিরাট কোহলি এই সম্মানে ভূষিত হয়েছিলেন।
বিরাট কোহলির মতো, রোহিত শর্মাও অতীতে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। ২০১৫ সালে হিটম্যান এই সম্মানে সম্মানিত হয়েছিলেন।