বাবা না মা, কার মতো দেখতে হয়েছে বিরুষ্কার ছেলে অকায়?
Credit - Virat Instagram and X
TV9 Bangla
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা তাঁদের দুই সন্তানকে রেখেছেন লাইমলাইট থেকে দূরে। তাঁদের বড় মেয়ের নাম ভামিকা কোহলি।
এ বছরের ১৫ ফেব্রুয়ারি বিরুষ্কার ছেলের জন্ম। ছেলের নাম তাঁরা রেখেছেন অকায় কোহলি। কেমন দেখতে হয়েছে অকায়কে?
বর্তমানে বিরাট কোহলি ব্যস্ত অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর ট্রফিতে। সেখানে ভারত-অস্ট্রেলিয়ার খেলা দেখতে পৌঁছে গিয়েছিলেন অনুষ্কা শর্মা।
পারথ টেস্টের পর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে নভদীপ সাইনির স্ত্রী তাঁর ইউটিউব ভ্লগে জানান, অনুষ্কা ও অকায়ের সঙ্গে তাঁর দেখা হওয়ার অভিজ্ঞতা।
ছোট্ট অকায়কে দারুণ লেগেছে আরসিবির প্রাক্তন ক্রিকেটার নভদীপ সাইনির স্ত্রী স্বাতী আস্থানার। বিরুষ্কার ছেলেকে কিউট, গোলুমোলু বলেছেন তিনি।
নভদীপের স্ত্রী স্বাতী আস্থানা পেশায় ইউটিউবার। তিনি অকায়কে কিউট বলার পাশাপাশি জানিয়েছেন বিরুষ্কার ছেলে কার মতো দেখতে হয়েছে।
স্বাতীকে ভাইরাল ভিডিয়োতে বলতে শোনা যায়, 'আজ আমার দেখা হয়েছে অনুষ্কাদির সঙ্গে। আর সঙ্গে দেখেছি ছোট্ট অকায়কে।'
বাবা বিরাট নয়, নভদীপের স্ত্রীর মতে মা অনুষ্কার সঙ্গে বেশি মিল অকায়ের। তিনি বলেন, 'আমি সবাইকে বলতে চাই অনুষ্কাদির মতোই কিউট, গোলুমোলু ছোট্ট অকায়।'