17 December 2023
রোহিত-বিরাটদের পথে ঢুকে পড়লেন পুরান
credit: -X
TV9 Bangla
বাইশগজের দুই সফলতম ক্রিকেটার হলেন জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও চেজমাস্টার বিরাট কোহলি।
এই তালিকায় রয়েছে সূর্যকুমার যাদবও। আন্তর্জাতিক টি-২০ তে ১০০ ছক্কার রেকর্ড রয়েছে এই তিন ভারতীয় তারকার।
এ বার বিরাট-রোহিতদের রাস্তায় ঢুকে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা নিকোলাস পুরান। কত ইনিংসে বিরাটদের ছুঁলেন পুরান?
বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। এই টুর্নামেন্টেই ১০০ ছক্কার রেকর্ড গড়েছেন ক্যারিবিয়ান তারকা।
গতকাল, শনিবার থ্রি লায়ন্সদের বিরুদ্ধে তৃতীয় টি-২০ তে মুখোমুখি হয়েছিল নিকোলাসরা। দলের হয়ে এ দিন ৮২ রানের ইনিংস খেলেন তিনি।
ছয়টি চার ও ছয়ের মাধ্যমে ৮২ রান করেন এই ক্যারিবিয়ান তারকা। আর তাতেই রোহিত-বিরাটদের রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন তিনি।
টি-২০ তে ১০০ ছক্কার রেকর্ড পূরণ করলেন তিনি। ক্রিস গেইল, ইভিন লেউরিসের পর ক্যারিবিয়ানদের হয়ে এই রেকর্ড গড়েন তিনি।
বিগত কয়েক মরসুমে দলকে ভরসা জুগিয়েছেন পুরান। এই ফর্ম ধরে রাখতে পারলে নতুন বছরের টি-২০ বিশ্বকাপে নজর কাড়বেন তিনি।
আরও পড়ুন