এশিয়া কাপে দেখা যাবে না বিরাট বনাম নবীন

Pic credit -  Twitter

28 August 2023

এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ অগস্ট থেকে। তার আগে রবিবার দল ঘোষণা করেছে আফগানিস্তান। আফগানদের স্কোয়াডে বেশ কিছু চমক দেখা গিয়েছে

ছ’বছর পর ওডিআই স্কোয়াডে ফিরেছেন আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার করিম জানাত। ২০১৭ সালের পর থেকে এই ফরম্যাটে খেলেননি তিনি

উল্লেখযোগ্যভাবে আফগানদের এশিয়া কাপ টিমে জায়গা হয়নি পেসার নবীন উল হকের। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেন নবীন

আইপিএলে নিয়মিত সুযোগ পেলেও আফগানিস্তান টিমে পান না নবীন। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজেও ছিলেন না তিনি। ঠাঁই হল না এশিয়া কাপেও

আইপিএল চলাকালীন বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে শিরোনামে এসেছিলেন নবীন। লখনউ বনাম আরসিবি ম্যাচ চলাকালীন ও ম্যাচের পর দু'জনের বিবাদ চরমে ওঠে  

ঘটনার পরপর ইনস্টাগ্রামে নাম না করে বিরাটকে লাগাতার কটাক্ষ করতেন নবীন। এশিয়া কাপে দু'জনের ফের একবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু নবীন জায়গা না পাওয়ায় সেটি হচ্ছে না 

কোহলি বনাম নবীন বিবাদের মধ্যে জড়িয়ে পড়েছিলেন গৌতম গম্ভীর। লখনউয়ের মেন্টর গম্ভীরের সঙ্গে বিরাটের বড়সড় ঝমেলা হয়। ক্রিকেট জগতে হইচই পড়ে গিয়েছিল এই ঘটনায়

আফগানিস্তানের  এশিয়া কাপের প্রস্তুতি ভালো হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ ০-৩ ব্যবধানে হেরেছে তারা। এশিয়া কাপের স্কোয়াডে তাই একাধিক পরিবর্তন দেখা গিয়েছে