27 October 2023

জন্মদিনে ফিরে দেখা ইরফান পাঠানের জীবন কাহিনী

আজ ভারতীয় কিংবদন্তি ইরফান পাঠানের জন্মদিন। ৪০-এ পা দিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধ ইরফানের সেই হ্যাটট্রিক এখনও ভোলেনি ক্রিকেটপ্রেমীরা

২০০১ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে ইরফানের অভিষেক হয়। শুরুতেই জাতীয় নির্বাচকদের নজর ইরফানের ওপর পড়েছিল। সেই কারণে ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়া সফররত ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন তিনি

অলরাউন্ডার হিসেবে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ২০০৭ টি টোয়েন্টি  বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন ইরফান। ওই বিশ্বকাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি

২০১০ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএলে অভিষেক হয় ইরফানের। এরপর দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দ্রাবাদ হয়ে চেন্নাই সুপার কিংসে শেষ হয় ইরফানের আইপিএল কেরিয়ার

কপিল দেবের পর ইরফানকে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার ধরে নিয়েছিলেন অনেকে। অলরাউন্ডার হিসেবে নিজেকে বারে-বারে প্রমাণ করেছেন পাঠান

  তাঁর বলের সুইং দেখে পাকিস্তানি পেস বোলার ওয়াসিম আক্রমের সঙ্গেও ইরফানের তুলনা করা হত। এক সময় প্রতিপক্ষের ভয়ের কারণ ছিলেন তিনি

সম্প্রতি ম্যাচ শেষে আফগান ক্রিকেটার রশিদ খানের সঙ্গে মাঠের মধ্য়ে নেচে বিতর্কে জড়ান ইরফান। ধারাভাষ্যকরের দায়িত্ব থেকে হঠাৎ নাচ?

অনেকেই এটিকে ভালো চোখে দেখছেন না।  ধারাভাষ্যকাররা অনেক সময় উৎসবে সামিল হয়ে যান। কিন্তু অন্য টিমের জয়ে ক্যামেরার সামনেই ধারাভাষ্যকারের নাচতে শুরু করার ঘটনায় অবাক অনেকে