27 October 2023

জন্মদিনে ডেভিড ওয়ার্নার

ক্রিকেট দুনিয়ার অন্যতম প্রিয় তারকা ডেভিড ওয়ার্নার। খেলার মাঠে তো তিনি পছন্দেরই, সেই সঙ্গে ব্য়ক্তি ডেভিড ওয়ার্নারকেও বেশ ভালোবাসেন ভক্তরা

মাত্র ১০ বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি ওয়ার্নারের। আর্থিক অবস্থা ভালো না হওয়ায়, নিজের শখ পূরণের জন্য একসময় অনেক পরিশ্রম করেছেন। ক্রিকেটের পাশাপাশি কাজও করছেন ওয়ার্নার

প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতা ছিল না। তবে তা ছাড়াই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন  ওয়ার্নার। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে ১৬৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। এরপরই ৫৪ বলে ৯৭ রানের ইনিংস

ক্রিকেটের পাশাপাশি ব্য়ক্তি জীবনে ওয়ার্নার কিন্তু একেবারেই ফ্য়ামিলি ম্যান। স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার ও তিন মেয়েকে নিয়ে সুখের সংসার তাঁর। দিবের বেশিরভাগ সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন তিনি

ক্রিকেট জীবনে নানা বিতর্কে জড়িয়েছেন ওয়ার্নার। তবে তার মধ্যে সবচেয়ে বড় হল বল বিকৃতি বিতর্ক। এই বিতর্কে জড়িয়ে নির্বাসিত করা হয় তাঁকে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে

সেই সময় অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক ছিলেন তিনি। সেই পদ থেকেও তাঁকে নির্বাসিত করে বোর্ড। ফের একটা সময়ের পর  বাইশ গজে ফেরেন ওযার্নার

চলতি বিশ্বকাপেও ফর্মে রয়েছেন ওয়ার্নার। দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তিনি। বুধবার নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে ৩০৯ রানের ব্য়বধানে জিতেছে অস্ট্রেলিয়া

এই ম্যাচে ১০৪ রানের দুরন্ত ইনিংস খেলেন ওয়ার্নার। আগামীতেও দলকে এগিয়ে নিয়ে যাবেন তিনি। ওয়ার্নারের মতো অভিজ্ঞ প্লেয়ারের উপস্থিতি যে কোনও ম্যাচেই  দলকে ভরসা জোগায়