13 NOVEMBER, 2025

On This Day: ইডেনে আজকের দিনে ODI-তে মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন রোহিত

Image Credits:  X, BCCI

TV9 Bangla Desk

রোহিত শর্মা আজ থেকে ১১ বছর আগে অর্থাৎ ২০১৪ সালে আজকের দিনে (১৩ নভেম্বর) ওডিআই ক্রিকেটে ঝড় তুলেছিলেন।

হিটম্যানের কীর্তি

সেই ম্যাচে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল ভারত। ২৬৪ রানের মহাকাব্যিক ইনিংস উপহার দিয়েছিলেন রোহিত শর্মা।

ওডিআইতে রেকর্ড রান

লঙ্কানদের বিরুদ্ধে রোহিতের করা ১৭৩ বলে ২৬৪ রানটাই ওডিআইতে এটাই কোনও ক্রিকেটারের সর্বাধিক ব্যক্তিগত রান।

ODI-তে সর্বাধিক রান 

ইডেন গার্ডেন্সে ২০১৪ সালের ১৩ নভেম্বর ভারত-শ্রীলঙ্কা ওডিআই ম্যাচে রোহত ৩৩টি চার এবং ৯টি ছয় মেরেছিলেন।  

রোহিতের ইনিংসে ক'টি চার-ছয় ছিল?

ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওই একদিনের ক্রিকেটের ম্যাচে রোহিত শর্মার স্ট্রাইকরেট ছিল ১৫২.৬০।

রোহিতের স্ট্রাইকরেট কত ছিল?

২০১৪ সালের ১৩ নভেম্বর ক্রিকেটের নন্দনকাননে ১৭৩ বলে ২৬৪ রানের যে অবিস্মরণীয় ইনিংস খেলে রেকর্ড গড়েছিলেন রোহিত, তা আজও অক্ষত।

রোহিতের রেকর্ড আজও অক্ষত

১১ বছর আগে আজকের দিনে সেই ৫০ ওভারের ম্যাচে রোহিত শর্মার উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা।

সেই ম্যাচের রোহিতের উইকেট কে নিয়েছিল?

সেই ম্যাচে ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত। প্রথমে রাহানের সঙ্গে ৪০ রানের জুটি, এরপর রায়ডুর সঙ্গে ১৯ রানের। তারপর তৃতীয় উইকেটে বিরাটের সঙ্গে ২০২ রানের পার্টনারশিপ গড়েন রোহিত।

বিরাটের সঙ্গে জুটি

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত সেই ম্যাচে লঙ্কানদের ৪০৫ রানের টার্গেট দিয়েছিল। সেখানে ২৫১ রান তুলে অলআউট হয় শ্রীলঙ্কা। ১৫৩ রানে ম্যাচ জেতে ভারত। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন রোহিত।

ভারত জিতেছিল