ডনের দেশে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ের ৫ বছর পার...
Credit - X
TV9 Bangla
বছর পাঁচ পার, ২০১৯ সালের ৭ জানুয়ারি, আজকের দিনে ডনের দেশে ইতিহাস গড়েছিল বিরাট কোহলির ভারত। কারণ ওই দিন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল ভারত।
২০১৯ সালের ৭ জানুয়ারি ভারতীয় ক্রিকেটের এক ঐতিহাসিক দিন হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে। ৫ বছর আগে আজকের দিনে প্রতিটি ভারতীয় ক্রিকেট প্রেমীর বুক গর্বে ভরে গিয়েছিল।
অজিদের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ড্র হওয়ায় সে বার অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।
সিডনিতে হওয়া চতুর্থ টেস্টের প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন চেতেশ্বর পূজারা। এবং ৫২১ রান করে ওই সিরিজের সেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি।
ভারতীয় তারকা বোলার জসপ্রীত বুমরা টিম ইন্ডিয়ার সেই অস্ট্রেলিয়া সফরে মোট ২১টি উইকেট নিয়েছিলেন। নাথান লিঁয়র সঙ্গে সেই সিরিজের সর্বাধিক উইকেটশিকারী হয়েছিলেন বুমরা।
স্বাধীনতার পর ভারতের কোনও ক্যাপ্টেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেননি। নেতা হিসেবে সেই কৃতিত্ব অর্জন করেছিলেন বিরাট কোহলি।
বৃষ্টির কারণে সিডনি টেস্টের চতুর্থ দিনের খেলা বন্ধ হয়েছিল। তা না হলে বিরাট কোহলির ভারত চতুর্থ টেস্টও পকেটে পুরে ফেলতে পারত।
দেশ-বিদেশের ক্রিকেটাররা ভারতের এই জয় উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছিলেন। সেদিন গর্বে বুক চওড়া হয়ে গিয়েছিল বিরাট-পূজারা-রাহানেদের।