19 January 2024

ভারতের অজি দুর্গ গাব্বা ভাঙার তিন বছর পার...

Credit -  X

TV9 Bangla

ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য ১৯ জানুয়ারি দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজ থেকে ৩ বছর আগে এই দিন ইতিহাস গড়েছিল টিম ইন্ডিয়া।

২০২১ সালের ১৯ জানুয়ারি সুদূর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। 

সে বার ভারতের অস্ট্রেলিয়া সফর ছিল দেখার মতো। সিডনি টেস্টে দুরন্ত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ঋষভ পন্থ।

গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচে অবশ্য কোনও ভুল করেননি ঋষভ পন্থ। তাঁর ১৩৮ বলে ৮৯ রানের অপারজিত ইনিংস দলকে ঐতিহাসিক জয় এনে দেয়। 

অজিদের বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে ২০২১ সালে জিতেছিল ভারত। শেষ টেস্ট ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন ঋষভ পন্থ। 

গাব্বায় চতুর্থ টেস্টের শেষ দিন ৩২৮ রান তাড়া করতে নেমে ৩ উইকেটে জেতে রাহানের ভারত। পন্থের মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি ৯১ রানের ঝকঝকে ইনিংস উপহার দিয়েছিলেন শুভমন গিলও।

গাব্বা টেস্ট জিতে প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে পর পর দু'বার টেস্ট সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। গাব্বায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরই ভারতীয় দলের জন্য ৫ কোটি টাকার বোনাস ঘোষণা করেছিল বোর্ড।

 ভারতীয় দলের সকলের মধ্যেই একটা জেতার তাগিদ দেখা গিয়েছিল। তাই বছরের পর বছর ধরে ভারতের গাব্বা জয়ের কীর্তি সকলের মুখে মুখে শোনা যায়।