কোহলির জন্মদিনে ফিরে দেখা বিরুষ্কার জমাট প্রেমকাহিনি...
05 November 2023
বলিউড ও ক্রিকেটের যুগলবন্দির কথা আসলেই মাথায় আসে 'বিরুষ্কা'। প্রথম দেখায় বলিউড ডিভা অনুষ্কা শর্মার প্রেমে পড়ে গিয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি।
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার দুষ্টু-মিষ্টি প্রেমের সূত্রপাত হয়েছিল এক শ্যাম্পুর বিজ্ঞাপন থেকে। সালটা ছিল ২০১৩।
বিরাট পরবর্তীতে জানিয়েছিলেন, অনুষ্কার সঙ্গে বিজ্ঞাপনের শুট করতে হবে জেনে ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন তিনি।
নিজের নার্ভাসনেস কাটাতে অনুষ্কাকে খুব খারাপ এক জোকস শুনিয়েছিলেন বিরাট। অনুষ্কার সঙ্গে প্রথম দেখা হওয়ার পর বিরাট তাঁর হিল জুতো নিয়ে কথা বলেছিলেন।
বিরাট সেইসময় অনুষ্কাকে বলেছিলেন ‘এর থেকে বেশি হাই হিল পাওনি পরার জন্য?’ যা শুনে বিরক্ত হয়ে অনুষ্কা বলেছিলেন, “এক্সকিউজ মি…।” আর কিছু বলেননি অনুষ্কা। বিরাট অবশ্য তাতেই ঘেমেনেয়ে একশা হয়েছিলেন।
সেই ঘটনার পর ধীরে ধীরে দু'জনের ভালো লাগা শুরু হয়। এরপর প্রেম। তারপর... ২০১৭ সালে ইতালিতে দারুণ সমারোহ করে বিয়ের আসর বসিয়েছিলেন বিরাট-অনুষ্কা।
২০২১ সালে বিরাট এবং অনুষ্কার কোল আলো করে আসে তাঁদের ফুটফুটে কন্যাসন্তান ভামিকা কোহলি। ৭ বছর একসঙ্গে ঘর-সংসার করছেন বিরাট-অনুষ্কা।
বিরাট কোহলি বর্তমানে ব্যস্ত বিশ্বকাপে। আজ তাঁর ৩৫তম জন্মদিন। আজকের দিনে তিনি পরিবারের সঙ্গে কাটাতে পারছেন না। বরং ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ খেলে তাঁর দিন কাটবে।