জন্মদিনে বিরাট কোহলি
05 November 2023
৩৫-এ পা দিলেন বিরাট কোহলি। জন্মদিনে ইডেন গার্ডেন্সে প্রোটিয়াদের মুখোমুখি হবেন তিনি। ভারতীয় জার্সি গায়ে চাপানোর পর থেকে একের পর রেকর্ড গড়েছেন বিরাট
২০০৮ সালে ক্রিকেটে অভিষেক হয় তাঁর। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর দুর্দান্ত ইনিং উপহার দিয়েছেন তিনি
মনোবল,একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কীভাবে সাফল্যের পাহাড় গড়া যায় তা বারে-বারে শেখান কোহলি। হাল ছাড়ার পাত্র তিনি নন
স্বপ্ন দেখেছিলেন ক্রিকেটার হবেন। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন নিজের চেষ্টায়। শুধু নিজেকে ধরে রেখেছিলেন। অসম্ভব জেদি তিনি
সেই জেদকে খেলার মাঠেও কাজে লাগিয়েছেন। আর তাই আজ, দিল্লির অলিতে-গলিতে ক্রিকেট খেলে বেরানো ছেলেটা এখন দেশের গর্ব
এক ডাকে তাঁকে চেনে সারাবিশ্ব। আট থেকে আশি, কোহলির ফ্য়ান কমবেশি সকলেই। বিরাট কোহলি মানে একটা আবেগ, একটা ভালোবাসা একটা অধ্যায়
যার প্রতিটা পাতায় রোমাঞ্চ। মাঠ মাতাতে একাই একশো কোহলি। বাইশ গজে আগ্রাসী হলেও বাস্তবে কোহলি বেশ নরম স্বভাবের
পরিবার নিয়ে থাকতেই পছন্দ করেন। স্ত্রী অনুষ্কা শর্মাই তাঁর অনুপ্রেরণা। তা অকপট স্বীকার করেন।এখন বিরাটের জীবনের আরও এক 'লেডি লাভ' রয়েছে
সে আর কেউ নয়, ছোট্ট ভামিকা। বিরুষ্কার কোল আলো করে রয়েছেন ছোট্ট ভামিকা। তাঁর মুখের দিকে চেয়েই এখন সব স্বপ্ন বিরাটের
আরও পড়ুন