ইংরেজি বলতে গিয়ে দাঁত ভাঙার জোগাড় পাক তারকা নাসিম শাহর!
25 August 2023
Pic credit - Naseem Shah Twitter
পাকিস্তানের একাধিক ক্রিকেটার রয়েছেন যাঁরা ইংরেজিতে কথা বলতে গিয়ে বার বার খোঁচট খান। অতীতেও এমনটা হয়েছে। বর্তমানেও তা ঘটেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাক তারকা ক্রিকেটার নাসিম শাহর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে ইংরেজি বলতে গিয়ে হোঁচট খেয়েছেন তিনি।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে জনপ্রিয় ব্র্যান্ড LENOVO সঠিক উচ্চারণ করতে পারেননি নাসিম শাহ। ভুল উচ্চারণ করে হাসির খোরাক হয়েছেন নাসিম।
পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহ আসলে Lenovo-র জায়গায় উচ্চারণ করেন Lenevivo। এর পর ট্রোলের মুখে পড়েছেন তিনি।
এশিয়া কাপের আগে বর্তমানে পাক তারকা নাসিম শাহ ব্যস্ত রয়েছেন আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে।
এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে পরপর ২টি ওডিআই ম্যাচ জিতল বাবর আজমের পাকিস্তান। সিরিজ পকেটে পুরে ফেলেছে গ্রিন আর্মি।
তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে টানটান জয় পেয়েছে পাকিস্তান। ১ বল বাকি থাকতে চার মেরে পাকিস্তানকে জেতান নাসিম।
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে জেতানোর পর নাসিমকে নিয়ে সেলিব্রেশন করেন সতীর্থরা। তিনি বলেন, 'মা যদি আমার এই খেলা দেখতে পারত...'
রহমানুল্লা গুরবাজদের বিরুদ্ধে পাকিস্তানের ওডিআই সিরিজের শেষ ম্যাচ রয়েছে আগামিকাল। এ বার দেখার আফগানদের বিরুদ্ধে বাবররা হোয়াইটওয়াশ করতে পারে কিনা।
আরও পড়ুন