গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের এনগেজমেন্ট, সংগীত, হলদির নানা ছবি-ভিডিয়ো।
স্মৃতি-পলাশের বিয়ে
২৩ নভেম্বর স্মৃতি ও পলাশের বিয়ের কথা ছিল। স্মৃতির বাবা আচমকা অসুস্থ হয়ে পড়ায় স্মৃতি ও পলাশের বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়।
বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পলাশের মা জানান, তাঁর ছেলের সঙ্গে স্মৃতির বাবার আলাদা বন্ডিং। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর পলাশ কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাঁকে সাঙ্গলিতে হাসপাতালে ভর্তি করতে হয়।
পলাশ হাসপাতালে
পলাশের মা অমৃতা জানান, কাঁদতে কাঁদতে তাঁর অবস্থা খারাপ হয়ে যায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে, নানা পরীক্ষার পর ৪ ঘণ্টা হাসপাতালে রাখা হয় তাঁকে।
৪ ঘণ্টা হাসপাতালে পলাশ
পলাশকে সাঙ্গলির হাসপাতালে আইভি ড্রিপ দেওয়া হয়, ইসিজি করানো হয় এবং আরও নানা পরীক্ষা করা হয়।
মুম্বইয়ে ফেরেন পলাশ
সাঙ্গলির হাসপাতাল থেকে পলাশকে ছেড়ে দেওয়ার পর তিনি বাড়ি ফেরেন। জানা গিয়েছে, ফের তাঁকে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ফের হাসপাতালে পলাশ
NDTV-র সূত্র মারফত জানা গিয়েছে, মুম্বইয়ের এসভিআর হাসপাতালে ভর্তি রয়েছেন পলাশ।
কোন হাসপাতালে রয়েছেন পলাশ?
ভাই পলাশ হাসপাতালে ভর্তি। মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল।
পলক দেখা করতে গিয়েছিলেন
সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে গাড়ি থেকে নেমে হাসপাতালে ঢুকছেন পলক।