বর্ডার গাভাসকর ট্রফি শেষে প্যাট কামিন্সে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা। ভারতের বিরুদ্ধে এ বারের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরেও শেষ অবধি বাজিমাত অজিদের।
অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক হিসেবে নিজেকে কার্যত প্রতিষ্ঠিত করেছেন প্যাট কামিন্স। তাঁর সাফল্যের ঝুলি ধীরে ধীরে উপচে পড়ছে।
এতদিন প্যাট কামিন্সের ঝুলিতে ক্যাপ্টেন হিসেবে ছিল না বর্ডার গাভাসকর ট্রফি। এ বার তাঁর সেই স্বপ্নও পূরণ হল।
অতীতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দেশকে ওডিআই বিশ্বকাপ জিতিয়েছেন প্যাট কামিন্স। ভারতকে হারিয়ে সেই স্বপ্নপূরণ হয়েছিল কামিন্সেক।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও প্যাট কামিন্সের নেতৃত্বে জিতেছে অস্ট্রেলিয়া। সেখানেও সেই প্রতিপক্ষ ছিল টিম ইন্ডিয়া।
অ্যাসেজ জয়ের কীর্তিও রয়েছে কামিন্সের ঝুলিতে। ২০২৩ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সে বার সিরিজ ড্র হওয়ার পর কামিন্সের নেতৃত্বে অ্যাসেজ ট্রফি ধরে রাখে অজিরা।
অজি টিমের হয়ে ১৭টি ওডিআই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন প্যাট কামিন্স। তার মধ্যে ১৩টি ম্যাচ জিতেছে অজিরা। আর হার ৪টিতে।
অস্ট্রেলিয়া টিমকে টেস্ট ক্রিকেটে ৩৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কামিন্স। তার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছিল ২০টি ম্যাচে। ৭টি হার ও ৬টি ড্র।