সবরমতী রিভার ক্রুজে বিশ্বকাপ হাতে উচ্ছ্বাসিত অজি নেতা কামিন্স
20 November 2023
আমেদাবাদে ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এখনও বিশ্বজয়ের সেলিব্রেশন চলছে অজি শিবিরে।
তেইশের বিশ্বকাপের গ্রুপ পর্বে জোড়া ম্যাচ হারার পর ঘুরে দাঁড়ায় টুর্নামেন্টের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া।
টানা ৮ ম্যাচ জেতার পর এ বারের একদিনের বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মার ভারতকে ছয় উইকেটে হারায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বিশ্বকাপ ফাইনালের আগে বলেছিলেন, আমেদাবাদের হাউসফুল গ্যালারিকে চুপ করাতে চান। সেটাই করে দেখিয়েছে অজি শিবির।
ষষ্ঠ বার বিশ্বকাপ জয়ের পর সবরমতী নদীতে রিভার ক্রুজে বিশ্বকাপ ট্রফি নিয়ে ফটোশুট করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সবরমতী নদীতে রিভার ক্রুজে প্যাট কামিন্সের বিশ্বকাপ হাতে নিয়ে ছবি তোলার ভিডিয়ো।
সবরমতী নদীর বুকে বিশ্বকাপ হাতে অজি অধিনায়ক প্যাট কামিন্স বিভিন্ন পোজ দিয়ে ছবি তোলেন। আইসিসি সেই সব ছবি শেয়ার করেছে।
ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে সবেতেই ফাইনালে রোহিতের ভারতকে পিছনে ফেলে বিশ্বকাপ ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। তাই বিশ্বকাপ হাতে সবসময় হাসি মুখেই দেখা যাচ্ছে অজি ক্যাপ্টেনকে।
খেলার আরও ওয়েব স্টোরি দেখুন