29 December 2023

বাউন্ডারি নেই, তাও ১ বলে ৫ রান! কী ভাবে করলেন কামিন্স?

Credit -  X

TV9 Bangla

মেলবোর্নে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বক্সিং ডে টেস্ট ৪দিনে শেষ হয়েছে। তাতে ৭৯ রানে জিতেছে প্যাট কামিন্সের দল।

শান মাসুদের পাকিস্তানের বিরুদ্ধে পরপর ২টি টেস্ট জিতল অজিরা। ফলে ১ টেস্ট হাতে রেখেই ৩ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ জিতেছে অস্ট্রেলিয়া।

মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন এক অবাক কাণ্ড ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ান নেতা কামিন্স ১ বলে ৫ রান নিয়ে ক্রিকেট মহলকে চমকে দিয়েছেন। কিন্তু কীভাবে ১ বলে ৫ রান নিলেন প্যাট কামিন্স, তা জানেন?

 সেই সময় ক্রিজে ছিলেন প্যাট কামিন্স এবং অ্যালেক্স ক্যারি। পাক তারকা আমির জামালের বোলিংয়ে প্যাট কামিন্স ১ বলে ৫ রান তোলেন।

আসলে পাকিস্তানের ফিল্ডারদের ওভার থ্রো এর কারণে বাউন্ডারি না মেরেই প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার খাতায় ৫ রান যোগ করেন।

যখন কামিন্স দেখেন পাকিস্তানের ফিল্ডারদের মধ্যে সংযোগ ঠিক নেই, তখন তিনি এবং অ্যালেক্স ক্যারি ক্রমাগত সিঙ্গল নিতে থাকেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটারদের ফিল্ডিং নিয়ে চরম সমালোচনাও চলছে।