IPL 2024 Auction

10  December 2023

আইপিএলের নিলামে দিল্লির নজরে থাকবেন কোন তারকারা?

credit: X

TV9 Bangla

image
বিশ্বকাপ শেষ হতেই ক্রিকেটপ্রেমীদের নজর আইপিএলে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৪ এর প্রস্তুতি।

বিশ্বকাপ শেষ হতেই ক্রিকেটপ্রেমীদের নজর আইপিএলে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৪ এর প্রস্তুতি।

চলতি মাসের ১৯ তারিখ দুবাইয়ের কোকা কোলা এরিনায় বসবে মিনি নিলামের আসর। সেখানেই ভাগ্য নির্ধারন হবে ক্রিকেটারদের।

চলতি মাসের ১৯ তারিখ দুবাইয়ের কোকা কোলা এরিনায় বসবে মিনি নিলামের আসর। সেখানেই ভাগ্য নির্ধারন হবে ক্রিকেটারদের।

সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই শুরু হবে ক্রিকেটের কোটিপতি লিগ। আর জোরকদমে শুরু হয়ে গিয়েছে তোরজোর।

সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই শুরু হবে ক্রিকেটের কোটিপতি লিগ। আর জোরকদমে শুরু হয়ে গিয়েছে তোরজোর।

ইতিমধ্যেই পার্স খালি করার সুযোগ  এসেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। সেই মতোই ক্রিকেটারদের ছেড়ে নিলামের জন্য তৈরি হয়েছে দিল্লি ক্যাপিটালস।

পার্শে ২৮.৯৫ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি। নিলামে কোন ক্রিকেটারদের দলে টানতে চাইবে দিল্লি?

শোনা যাচ্ছে লঙ্কান তারকা ভানুকা রাজাপক্ষকে দলে নিতে চাইবে দিল্লি ক্যাপিটালস। আন্তর্জাতিক টি-২০ তে দেশের হয়ে ছাপ ফেলেছেন এই তারকা।

ইংরেজ তারকা হ্যারি ব্রুককে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ বার ব্রুককে দলে নেওয়ার জন্য লড়াইয়ে নামতে পারে দিল্লি।

দিল্লির নজরে রয়েছে প্রোটিয়া তারকা ট্রিস্টান স্টাবস। এ ছাড়া রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। শার্দূল ঠাকুরকেও নিতে চাইবে দিল্লি।