আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভারতকে নেতৃত্ব দিয়েছেন কারা?
03 December 2023
সামনেই ভারতের প্রোটিয়া সফর। ওই সফরে টিম ইন্ডিয়া তিন ফর্ম্যাটেই খেলবে। আর তাতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিন আলাদা অধিনায়ক।
অতীতে ভারতীয় দলকে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে নেতৃত্ব দিয়েছেন মোট ৬ জন ক্রিকেটার। তাতে প্রথমেই বলতে হয় বীরেন্দ্র সেওয়াগের নাম।
কারণ বীরেন্দ্র সেওয়াগই প্রথম ভারতীয় ক্যাপ্টেন, যিনি টিম ইন্ডিয়াকে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই নেতৃত্ব দিয়েছিলেন। ৪টি টেস্ট, ১২টি ওডিআই ও ১টি টি-২০তে।
সেওয়াগের পর মহেন্দ্র সিং ধোনি দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যিনি টিম ইন্ডিয়াকে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে নেতৃত্ব দিয়েছেন।
ধোনি ভারতীয় দলকে ২০০টি ওডিআই, ৬০টি টেস্ট এবং ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে ভারত ওডিআই ও টি-২০ বিশ্বকাপও জিতেছিল।
সেওয়াগ, ধোনির পর তৃতীয় ভারত অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। তিনি ৬৮টি টেস্ট, ৯৫টি ওডিআই ও ৫০টি টি-২০তে নেতৃত্ব দিয়েছেন।
ভারত অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া চতুর্থ ক্রিকেটার অজিঙ্ক রাহানে। তিনি ৬টি টেস্ট, ৩টি ওডিআই ও ২টি টি-২০তে নেতৃত্ব দিয়েছিলেন।
ভারত অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়ার তালিকায় রয়েছেন রোহিত শর্মাও। তিনি দেশের হয়ে এখনও নেতৃত্ব দিচ্ছেন।
সেওয়াগ, ধোনি, বিরাট, রাহানে ও রোহিত ছাড়া ভারত অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুল। ২টি টেস্ট, ৯টি ওডিআই ও ১টি টি-২০তে নেতৃত্ব দিয়েছেন তিনি।